মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

মেয়েটা রোদে হাঁটে

মেয়েটাকে দেখি রোজ সকালে।
কাঠ ফাটা তপ্ত রোদের মাঝে।

দুধে আলতা গায়ের রঙ মেয়েটার।
মেয়েটা রোদে হাঁটে, রোদেই বেড়ায়।

শীতের শুষ্কতায়ও ব্যবহার করে না কোন প্রসাধন।
ডাক্রার চা বেশি খেতে করেছে বারন।
চা বেশি খেলে গায়ের রঙ হবে কালো।
অথচ দেখো, মেয়েটা দিনে চা খায় বারো কাপ !

রূপবতী মেয়েটা চেহারার প্রতি এত নিষ্ঠুর কেন?
এমন প্রশ্নের উত্তর জানা নেই কারো।
অবশেষে অনেক সাহস করে জিজ্ঞাসা করলাম সেদিন।
লজ্জায় রাঙা হয়ে মেয়েটা হাসলো। বললো,
"যাকে ভালবাসি, তার প্রিয় গান
কৃষ্ণকলি আমি তারেই বলি "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন